ভারতের রঞ্জি ট্রফির দল তামিলনাড়ুর বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ বিসিবি একাদশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিরিজেই নেতৃত্বে থাকবেন...
মঙ্গলবার সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ৮১ রানের লক্ষ্য তাড়া করে ২৩.২ ওভারে ৮১ রান করে জয় তুলে নেয় উইন্ডিজ। ওপেনিং জুটিতে ৩৫ রান করে তারা। এরপর উইন্ডিজ ‘এ’ দলের ব্যাটারদের পরীক্ষা নেন বাংলাদেশের বোলাররা। ৭০ রানে ৬ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। জমে ওঠে নাটক।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার আরেকটি বড় প্রমাণ দিলেন সৌম্য সরকার-সাব্বির রহমানরা। দলীয় তিন অঙ্কের রানও সংগ্রহ করতে পারেনি মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। মাত্র ৮০ রানেই গুটিয়ে গেছেন তাঁরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এ দলের চার দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ভালো যায়নি। এদিন পুরোপুরি ব্যর্থ হয়েছে সফরকারীদের টপ অর্ডার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫ রান। মোহাম্মদ মিঠুন ৪২ রানে ও নাঈম হাসান ২৩ রানে অপরাজিত আছেন।